উল্টো রথযাত্রার মধ্য দিয়ে বাহুবলে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পদাবলী কীর্ত্তন, বেলা ২টায় জগন্নাথ দেবের রথে আহরণ ও বিকেল সাড়ে ৩টায় মাসীর বাড়ি আমোদিনী ভিলা (স্বর্গীয় নিলকান্ত সাহার বাড়ি) হতে উল্টো রথের মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ দেব বাহুবলের পশ্চিম রূপশংকর শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম জয়পুরে ফিরে যান। উল্টো রথযাত্রায় বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত নারী-পুরুষ অংশ নেন। এর পূর্বে গত ৪ জুলাই উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রায় হাজার হাজার ভক্তের ঢল নামে। প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ৯ দিন ব্যাপী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি রনধীর চক্রবর্তী ও সম্পাদক নিরঞ্জন সাহা নীরু। বিজ্ঞপ্তি