স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে শাহজাহান মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইমরান আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com