এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জলাবদ্ধতা দূরীকরণের জন্য নিজেই ড্রেন পরিস্কারে নেমেছেন ওয়ার্ড কাউন্সিলর উমেদ আলী শামীম। দু’দিনের বৃষ্টিতে শায়েস্তানগর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ওই ওয়ার্ডবাসীকে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয়। হাটু পানি ভেঙ্গে লোকজন চলাচল করেন। ওয়ার্ডবাসী এমন দুর্ভোগের চিত্র দেখে শুক্রবার সকালে কাউন্সিলর উমেদ আলী শামীম নিজেই লুঙ্গি গেঞ্জি পরে ড্রেন পরিস্কার অভিযানে নামেন। তার ড্রেন পরিস্কারের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনগণের কাছে প্রশংসিত হয়। অনেকেই কাউন্সিলর উমেদ আলী শামীমের কাজের প্রশংসা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হবিগঞ্জের কৃতি সন্তান জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক তার পেইজে কাউন্সিলর শামীমের ছবিটি আপলোড করে লিখেন ‘কোদাল হাতে লুঙ্গি ও গেঞ্জি গায়ে লোকটি আমাদের পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উম্মেদ আলী শামিম। অত্যন্ত পরিশ্রমী এই মানুষটি তার নিজ এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য নিজেই ড্রেন পরিস্কারের কাজ করছেন। আমরা সাধারণ জনগণ এ রকম জনপ্রতিনিধিই চাই।’ এ জন্য কাউন্সিলর উমেদ আলী শামীমকে তিনি অভিনন্দন জানান এবং তার দীর্ঘায়ূ কামনা করেন। তার এ কাজের প্রশংসা করে আরো অনেকেই ফেসবুকে তাকে অভিনন্দন এবং জনপ্রতিনিধিদের এ ধরণের কল্যাণকর কাজ করার আহ্বান জানান।
এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উমেদ আলী শামীম জানান, শায়েস্তানগর থেকে পইল সড়কের মোকামবাড়ি এলাকা পর্যন্ত কখনও এতো পানি জমে না। সড়কের ড্রেনে পলিথিন ও প্লাস্টিকের বোতলসহ ময়লা ফেলে এমন অবস্থা করা হয়েয়ে যে কারণে পানি চলাচল করতে পারছে না। বৃষ্টির পানি আটকে সড়কে হাটু পানি হয়। মানুষের দুর্ভোগের চিত্র দেখে আমি এলাকার ১৫/১৬ জন যুবককে নিয়ে কাজ করে ড্রেন পরিস্কার করি। তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে দু’জন করে পৌরসভার শ্রমিক নিয়োজিত রয়েছে। কিন্তু শ্রমিকদের ওই কাজ করতে গেলে দুয়েক দিন লাগতো। আমরা ১ ঘন্টার মধ্যে কাজ করে পরিস্কার করেছি। প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করতে হবে। ড্রেনের মধ্যে পলিথিন, প্লাস্টিকের বোতল যাতে কেউ না ফেলতে পারে এদিকেও নজর রাখতে হবে। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আমি এ কাজ করতে পাড়ায় নিজের কাছে ভাল লাগছে। এটা কোন লজ্জার বিষয় নয়। আসুন সকলে মিলে নিজ নিজ এলাকাকে সুন্দর রাখি।