স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া গ্রামের এক কৃষকের ৫টি গরু মারা গেছে। গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। সূত্র জানায়, খাগাউড়া রাজপাড়া হাটির কৃষক সিদ্দিক আলী অন্যের জমি বর্গা চাষ করে ৪ ছেলে ও ৩ মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এছাড়াও তিনি গরু লালন-পালন করতেন। শুক্রবার সকালে তিনি গরুগুলোকে ঘাস খাওয়াতে হাওরে নিয়ে যান। সন্ধ্যার দিকে গরুগুলো বাড়িতে নিয়ে খড় ও পানি খাওয়ান। এর কিছুক্ষণ পরই গরুগুলো ছটফট করতে থাকে। এ সময় স্থানীয় পশু চিকিৎসক এনে ইঞ্জেকশন দেন সিদ্দিক আলী। এর পরপরই গরুগুলো মারা যায়। গরু মারা যাওয়ার পর কৃষক সিদ্দিক আলী দু:চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। এ ব্যাপারে কৃষক সিদ্দিক আলীর ছেলে নুরুল আমিন জানান, তারা অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন। কৃষি জমি চাষ করতে তাদের সম্বল ছিল গরু। কিন্তু এক সাথে তাদের ৫টি গরু মারা যাওয়ার কারণে তারা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ক্ষতিপূরণ করা তাদের জন্য অনেক কঠিন। তিনি জানান, ৫টি গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা হবে। তিনি বলেন- এ অবস্থায় সরকারি কোন সহযোগিতা পেলে আমাদের উপকার হতো।