নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের কৃষক নুরুল হোসেন হত্যা মামলার পলাতক আসামী আব্দুল কাইয়ূমকে (৪৮) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার গোপলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৪ বছর পালিয়ে থাকার পর শুক্রবার বিকেলে তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৫ নভেম্বর জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দিনদুপুরে হামলা করে পুলিশের হাতে ধৃত আসামী ঝিটকা গ্রামের মৃত ওয়াছির মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম গং একই গ্রামের মৃত জহুর হোসেনের পুত্র ৩ সন্তানের জনক কৃষক নুরুল হোসেনকে রক্তাক্ত জখম করে ক্ষতবিক্ষত করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৭ নভেম্বর মারা যান নুরুল হোসেন। এ ঘটনায় নিহতের ভাগ্না নুরুল আমিন বাদী হয়ে ১৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় ২০০৫ সালে হত্যা মামলা দায়ের করেন, মামলা নং ৪২৫। এ মামলা দায়েরের পর অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে অনেকেই রাজনৈতিক ফায়দা হাসিল করারও অভিযোগ করেন নিহতের পরিবার।
উল্লেখিত মামলার প্রধান আসামী আব্দুল কাইয়ূম দেশ ছেড়ে পালিয়ে মধ্যপ্রাচ্যের বাহরাইনে আত্মগোপন করেন। প্রায় ২ বছর পূর্বে তিনি দেশে এসে আবারো পলাতক অবস্থায় পালিয়ে থাকার পর গতকাল বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাওছার আলম ও এএসআই সোহাগের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিযে স্থানীয় গোপলার বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com