মোহাম্মদ শাহ্ আলম ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মোঃ শফিকুল ইসলাম রানা (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি মুঠোফোন ও উগ্রবাদ সম্পর্কিত কয়েকটি নথি উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বুধবার জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টায় হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শফিকুল ২০০৮ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এ যোগ দেয়। বর্তমানে সে হবিগঞ্জ জেলায় দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। শফিকুল সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার একজন এজাহারভূক্ত আসামী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com