স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পূর্ব বাজুকা গ্রামের নতুন হাটি সংলগ্ন চরেরবন্দের হাওরের লীজকৃত ২ একর ৩৩ শতক জায়গা দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। ওই মহলটি জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে থানা ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভূমির লীজদাতাদের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ রুহুল আমিন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন ১৯৭৭ সালে বাদে বাজুকা মৌজার জেএল নং-১৫৮ খতিয়ান নং-৪১২, দাগ নং-১০৫৬/১০২৭ এর মোট ২ একর ৩৩ শতক বোরো রকম ভূমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন। এরপর পর থেকে অদ্যাবদি সরকারি লীজ অনুযায়ী ভূমির খাজনা পরিশোধ করে আসছেন। প্রতি বছর ওই ভূূমিতে তিনি ধান চাষ করে আসছেন। সম্প্রতি ভূমিটি অবৈধ দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পূর্ব বাজুকা গ্রামের বাসিন্দা সুজাতপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মিয়া ও পাশর্^বর্তী অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কবির মিয়া গং। তারা গত ১০ জানুয়ারি পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে তারা লীজকৃত ভূমিতে রোপনকৃত ধানের চারা (হালি) ক্ষতি সাধন করেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি রুহুল আমিনের।
রুহুল আমিন জানান, ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল ভূমিতে গিয়ে জাহাঙ্গীর ও কবির মিয়া গংদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভূমিটি তাদের বলে দাবি করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রুহুল আমিনকে ভূমি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। অনথ্যায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে রুহুল আমিন নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি লীজকৃত ভূমি রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com