হবিগঞ্জে জেলা প্রশাসনের ব্যতিক্রম আয়োজন ‘মিট দ্য ডিসি’

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যতিক্রম অনুষ্ঠান ‘মিট দ্য ডিডি’ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জেলার শিক্ষার মানোন্নয়নে তার কর্মপরিকল্পনা উপস্থাপন করে বলেন, এক বছরে জেলার বর্তমান ফলাফলকে আরও ২০ শতাংশ উন্নীত করতে চান। এর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে এক সাথে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার পাশাপাশি সত্য কথা বলা, ছেলে ও মেয়েরা একে অন্যের প্রতি শালিন আচরণ করা, বড়দেরকে সম্মান করা এবং সন্ধ্যার পর অবশ্যই বাসায় থাকার চর্চা করার অনুরোধ করেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে একটি প্রতিযোগিতাও চালু করার ঘোষনা দেন। এটি হল ৩০ এপ্রিলের মধ্যে স্ব স্ব শ্রেণির পাঠ্য বই অনুশীলন করা। পরে ২ মে ১০০ নম্বরের প্রতিযোগিতা হবে। এতে ৯০ শতাংশ নম্বর পেয়ে যে প্রথম হবে তাকে ১০ হাজার টাকার পুরস্কার, ৮৫ শতাংশ নম্বর পেয়ে ২য় স্থান অর্জনকারী এবং ৮০ শতাংশ নম্বর পেয়ে ৩য় স্থান অর্জনকারী প্রত্যেককে ১০ হাজার টাকার বই উপহার দেয়া হবে। মিট দ্য ডিসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশনারা, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়াও মিট দ্য ডিসি অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।