স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুকের মৃত্যুতে হবিগঞ্জের অপূূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন স্বচ্ছ রাজনীতিবিদ, সমাজসেবক ও ভাল মানুষ। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পরিশ্রম করেছেন। দলের জন্য তার অবদান অনস্বীকার্য। গতকাল বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলার লস্করপুরে মরহুম অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুকের কবর জিয়ারত শেষে স্মৃতিচারণকালে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু আওয়ামী লীগই নয়, ফারুক ভাই চলে যাওয়ায় সমাজ একজন ভাল মানুষকে হারিয়েছে। তার জন্য দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান মোঃ মিসবাউল আহাদ সানী, জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, মোঃ আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোত্তালিব, মোঃ সফর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ শহরের কোরেশনগরস্থ মরহুম অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুকের বাসায় যান। সেখানে তাঁর স্ত্রী-সন্তানদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে দেয়া চিকিৎসা সহায়তার ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। এছাড়াও ওমরাহ পালনকালে মরহুমের নামে ক্বাবা শরীফ তাওয়াফ করেছেন এমপি আবু জাহির।
কবর জিয়ারত শেষে স্মৃতিচারণকালে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com