এসএম সুরুজ আলী ॥ বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া গ্রামে পুকুর পাড় থেকে আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার অরুন দাশের (৬৫) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে নিহত অরুন দাশের ছেলে প্রশান্ত দাশ ৩/৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের বাসিন্দা আসামীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আসামীরা রবিবার ভোরে বাড়িতে আসার সময় অরুন দাশকে রাস্তায় পেয়ে তাকে ডেকে নিয়ে হত্যা করে। এ তথ্য নিশ্চিত করেন বানিয়াচঙ্গ থানার ওসি রঞ্জন কুমার সামন্ত। প্রসঙ্গত, সোমবার সকালে অরুণ দাশ বানিয়াচঙ্গ থানায় যান। থানায় কাজ শেষে তিনি একই ইউনিয়নের কবিরপুর গ্রামে শ^শুর বাড়িতে একটি ধর্মীয় উৎসবে যান। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথাও হয়। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ থাকায় পরিবারের সাথে আর যোগাযোগ ছিল না তার। মঙ্গলবার সকালে হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে একই গ্রামের জগদীশ দাশ পুকুর পাড়ে মামা অরুন দাশের মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার আকষ্মিকতায় তিনি হত বিহব্বল হয়ে পড়েন। সেখান থেকে তিনি বাড়িতে গিয়ে ২/৩ জন মুরুব্বীয়ানকে লাশের কাছে নিয়ে আসেন। তারা নিশ্চিত হন এটি জগদীশ দাশের লাশ। পরে অতিক্তি পুলিশ সুপার (বানিয়াচঙ্গ সার্কেল) শেখ মোঃ সেলিম, বানিয়াচঙ্গ থানার ওসি রঞ্জন সামন্ত, ওসি (তদন্ত) প্রজিত দাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে। পুলিশ ঘটনাস্থলে বেশ কয়েকটি জায়গায় রক্তের চিহ্ন দেখতে পায়। সুরতহাল রিপোর্টে নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর নিহতের লাশের ময়না তদন্ত শেষে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com