মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ যানজট মুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ে তুলতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে নবীগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে। অভিযান চলাকালে শহরের নতুন বাজার মোড়, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, আনমনু রোড, ওসমানী রোডস্থ চৌমুহনীসহ মূল সড়কের উপর থাকা অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, টিনের বেড়াসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া হোটেল মুনস্টার, অবকাশসহ কয়েকটি হোটেলের সামনে থাকা চুলা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে উঠা দোকান পাট, দোকানের সামনে দখল করে রাখা অতিরিক্ত জায়গা দখল মুক্ত করা হয়। ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। অভিযানে শহরের যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধ করা হয়। অভিযানকালে সড়কের উপর টমটম পার্কিং করায় এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়াওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, ডেইলি বিজয়ের বার্তা (অনলাইন) সম্পাদক ছনি চৌধুরী, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, পৌর সচিব আজম হোসেন প্রমূখ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, যানজট মুক্ত শহর গড়ে তুলতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই রাস্তায় কাউকে দোকানপাট বসাতে দেয়া হবে না।
নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, একটি পরিচ্ছন্ন আধুনিক শহর হিসেবে আমরা নবীগঞ্জকে দেখতে চাই। সেই লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন কাজ করছে। যানজট মুক্ত মডেল শহর গড়ে তুলতে উচ্ছেদ অভিযানে সকল ব্যবসায়ীসহ সর্বস্থরের জন সাধারণের সহযোগিতা চেয়েছেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com