মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেইফ এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান, সেইফ এর প্রজেক্ট কোঃ অডিনেটর আরিফুল হক, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, তৌফিক চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, সহ-সভাপতি হিরেশ ভট্টাচার্য্য, সায়হাম টেক্সটাইল মিলের অফিসার কায়সার আহম্মেদ, ফরাশউদ্দিন পিন্টু প্রমূখ। বক্তাগণ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণের উপর জোর দেন। পরে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com