স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী নবীগঞ্জ উপজেলার ১নং বড় বাকৈর ইউনিয়নে ২১৪ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধির মাঝে প্রায় ১৮ লাখ টাকার ভাতা বিতরণ করেছেন। তিনি গতকাল বিকেলে বড় বাকৈর ইউনিয়নের এসএনপি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভাতা বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান সত্যজিত দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় সমাজ কল্যাণ অধিদপ্তর বিশেষ ভাতা হিসেবে এ ভাতা বরাদ্দ দিয়েছে। সভায় জানানো হয় ইতোমধ্যে বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ে একটি চারতলা ভবন ও এসএনপি উচ্চ বিদ্যালয়ে সংস্কার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন মিলাদ গাজী এমপি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com