চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় ও চান্দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের জন্য জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব চুনারুঘাটের কৃতি সন্তান ফারহানা রহমান গতকাল সকালে অগ্রণী উচ্চ বিদ্যালয় ও চান্দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে এ অনুদানের চেক তুলে দেন। ডিজিটাল ক্লাসরুমের সরঞ্জামাদি কেনার জন্য ১ লাখ টাকা করে দুই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহা, সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চান্দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি রানী দাস, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমান, আনোয়ারা খাতুন, ইউনুছ আলী তালুকদার, মোস্তফা আহমেদ তালুকদার, ব্যবসায়ী রওশন মজুমদার, ফয়সল মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com