স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জুয়াড়ি ও মাদক সেবনকারী ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়েল ও পরিমল নামে ২ মাদক সেবনকারীকে ৩ মাস করে কারাদন্ড, জুয়া খেলার অপরাধে ওয়াদুদ (১৭) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া রবিউল হক, আওয়াল মিয়া, লিয়াকত আলী, শাহাব উদ্দিন, শাহিন, হেলিম মিয়া ও সোহেল মিয়া নামে ৭ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com