চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গরীব ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা ত্রাণ ও দুর্যোগ তহবিল হতে জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল্লাহ্ বিদ্যালয় পরিদর্শন শেষে গরীব ও অসহায় ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সেক্রেটারী মাসুক মিয়া মাস্টার, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিম আহমেদ চৌধুরীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com