কাজী মাহমুদুল হক সুজন ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, পড়ালেখা করে মানুষের মত মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে। বিদুত শুধু টেলিভিশন দেখে অপচয় না করে পড়ালেখায় কাজে লাগাতে হবে। তবেই সমাজ হবে শিক্ষিত, দেশ হবে উন্নত। তিনি গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার রামশ্রী সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৈয়দ জিয়াউর রহমান ও সৈয়দা মনোয়ারা বেগম শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ ফরিদা বেগম, বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস বখ্ত চৌধুরী জালাল, চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, আলহাজ্ব সনজু চৌধুরী, মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, সৈয়দ তৌফিকুর রহমান, এন ইউ মান্না প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। তাছাড়া ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সৈয়দা ফাহমিদা রহমান প্রথম মাস্টার্স সম্পন্ন করায় স্কুলের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপূর্বে মন্ত্রী দুর্গাপুর বাজারে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com