স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের মনতলা পূর্ববাজার থেকে ভারতীয় গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পূর্ব বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আবুল কাশেম (৩৪) ও একই এলাকার লক্ষিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ রিপন মিয়া (২৬)। পরে গ্রেফতারকৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com