হাম্মদ শাহ্ আলম ॥ পেট ফুলে জিহাদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে শিশুটি মারা যায়। তবে মৃত জিহাদের স্বজনদের অভিযোগ চিকিৎসা অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল সকালে হঠাৎ বাহুবল উপজেলার মুখকান্দি গ্রামের মামুন মিয়ার ৪ বছরের শিশু জিহাদের পেট ফুলে যায়। ওই শিশুটিকে পরিবারের লোকজন দ্রুত হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ওই সময়ে হাসপাতালে কোন ডাক্তার ছিলেন না। ফলে বাধ্য হয়ে তাকে প্রাইভেট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরিবারের লোকজন লক্ষ্য করেন শিশু জিহাদ তাদের কোলে নেতিয়ে পড়েছে। দ্রুত তাকে পুনরায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার কাওছার রহমান তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদের চাচা ইমান আলী জানান, সরকারি হাসপাতালে নিয়মিত ডাক্তার থাকার কথা থাকলেও গতকাল হাসপাতালে এসে নিয়মিত কোনো ডাক্তার পাওয়া যায়নি। সকালে ঠান্ডাজনিত কারনে হঠাৎ আমার ভাতিজার পেট ফুলে যায়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কোন ডাক্তার না পেয়ে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি জিহাদ দুর্বল হয়ে কোলে লুটিয়ে পড়েছে। দ্রুত তাকে পুনরায় সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার জানান, সে মারা গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি সময় মতো হাসপাতালে ডাক্তার পাইতাম তাহলে হয়তো আমার ভাতিজার জীবনটা বেঁচে যাইতো।’
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com