চুনারুঘাট প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার, হুমায়ূন কবির খান, আলহাজ্ব রজব আলী, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, সহ-সভাপতি মদরিছ মিয়া মহালদার, সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক সজল দাস, যুগ্ম সম্পাদক সুজিত চন্দ্র দেব, ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের, ইউনিয়ন সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন আলী মাস্টার, সত্যেন্দ্র চন্দ্র দেব, আঃ কদ্দুছ, আঃ মালেক মাস্টার, শফিক মিয়া তরফদার, রইছ উল্লাহ, প্রধান শিক্ষক ফরিদ মিয়া, আঃ জলিল ও আঃ সামাদ মাস্টার।
সভায় আগামী এক মাসের মধ্যে ১০টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালনে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com