স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ১২ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, ১২ যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুক চৌধুরী, ১২ যুব সংঘ ইউকে শাখার সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, লোকড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহমদ আলী। অনুষ্ঠানে ৫ শতাধিক অসহায় পরিবারের নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে গত ২৯ জানুয়ারি প্রথম পর্বে হবিগঞ্জ প্রেসক্লাবে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। দুই দিনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সফল করায় উভয় অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে’র সভাপতি এ রহমান অলি ও সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com