স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে শরীফ মিয়া (৩০) নামে এক নিরীহ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। আহত শরীফ উমেদনগরের মৃত মহিব উল্লার পুত্র।
আহত সূত্রে জানা যায়, উমেদনগরের রুবেল মিয়ার সাথে টাকা লেনদেন নিয়ে শরীফের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২১ জানুয়ারি সকালে রুবেল মিয়াসহ একদল যুবক শরীফকে একা পেয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com