স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সাব কমিটির আহবায়ক এমপি আবু জাহির ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি মোঃ আছলাম হোসেন সওদাগর, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ খালেদা খানম, বেগম নার্গিস বেগম এমপি, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব, পিডিবি ও আরইবি’র চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সচিবালয়ের অতিরিক্ত সচিব ও অন্যান্য কর্মকর্তারা।
সভায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সংস্থা সমূহের প্রকল্প শেষে ক্রয়কৃত যানবাহনের বিধিসম্মত ব্যবহার সম্পর্কে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com