ফ্রিজে সংরক্ষিত পানীয় দ্রবাদি অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধ

স্টাফ রিপোর্টার ॥ ফ্রিজে সংরক্ষিত পানীয়জাত দ্রবাদি অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার মধুকানন মিষ্টির দোকান ও কোর্ট স্টেশন রোডের মেসার্স আলম সুপার শপকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর প্রায় সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন ও শামসুদ্দিন মোঃ রেজা পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড করেন। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় বেবিস্ট্যান্ড এলাকার মধুকানন মিষ্টির দোকানকে ২ হাজার ও ফ্রিজে সংরক্ষিত পানীয়জাত দ্রবাদি অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও কতিপয় পণ্য মেয়াদ উত্তীর্ণ পাওয়ায় কোর্ট স্টেশন রোডের মেসার্স আলম সুপার শপকে ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।