স্বপন বণিক ॥ আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের উত্তরপাড়া শংখ মহল গ্রামে কুলাঙ্গার পুত্রের লাঠির আঘাতে আহত পিতা নাজিম উদ্দিন (৫২) মারা গেছেন। তিনি গতকাল সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় জড়িত পুত্র তোফাজ্জল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, জলসুখা ইউনিয়নের উত্তরপাড়া শংখ মহল গ্রামের নাজিম উদ্দিনের সাথে তার পুত্র তোফাজ্জলের পারিবারিক বিষয় নিয়ে ২৩ জানুয়ারি রাতে তর্কবিতর্ক হয়। এর জের ধরে ২৪ জানুয়ারি বিকালে জলসুখা বাজারে নাজিম উদ্দিনকে পেয়ে তার পুত্র তোফাজ্জল উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নিরুপায় হয়ে নাজিম উদ্দিন বাড়িতে ফিরে যাবার সময় জলসুখা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পৌঁছামাত্র তোফাজ্জল হঠাৎ করে পিতা নাজিম উদ্দিনকে লাঠি দ্বারা আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। গতকাল সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়। পরে লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়। এদিকে গতকাল রাতে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদারের নির্দেশে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘাতক পুত্র তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে। ঘটনাটি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান- এ ঘটনায় জড়িত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। নিহতের অপর ছেলে আজিজুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।