স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউফিল্ডে বাণিজ্য মেলায় নকল ও ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে বিভিন্ন কসমেটিকস দোকানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি মেলা প্রাঙ্গণে স্থাপিত ফুচকা-চটপটির দোকানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মাসুদের নেতৃত্বে মেলার ভিতরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে নি¤œমানের ভেজাল মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে লেকমি কসমেটিকসকে ২ হাজার টাকা, মিজান কসমেটিকসকে ১ হাজার টাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে গাজী গ্যালারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদউত্তীর্ণ পানি ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে ঢাকা চটপটিকে ৩ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত দেখে বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই খোরশেদের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম ও হবিগঞ্জ চেম্বারের প্রতিনিধি দেওয়ান মিয়া। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এ অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মাসুদ।
মেয়াদ উত্তীর্ণ পানি ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে ঢাকা চটপটিকে জরিমানা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com