‘সত্য প্রকাশে সাহসী যাত্রা, যোগ হোক নতুন মাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ জার্নাল’। রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের ডাকঘর সড়কস্থ পেপার কর্নারে পত্রিকার অস্থায়ী কার্যালয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, যমুনা টেলিভিশনের প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভি’র প্রতিনিধি শাকিল চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জার্নালের নির্বাহী সম্পাদক রহমত আলী, কোলকাতা টিভির হবিগঞ্জ প্রতিনিধি এ কে কাওসার, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য দেবীচাঁদ দাস, দৈনিক নতুন কাগজ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, মোঃ আজিজুল ইসলাম ও রিপন মিয়া। সভা পরিচালনা করেন সৈয়দ মুফাজ্জেল সাদাত। সভা শেষে অনলাইন পত্রিকা হবিগঞ্জ জার্নালের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম জীবন প্রদত্ত একটি সংবাদ আপলোড করে আনুষ্ঠানিকভাবে ‘হবিগঞ্জ জার্নাল’ পত্রিকার উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com