স্টাফ রিপোর্টার ॥ শহরবাসীকে ধুলোবালি থেকে রক্ষা করতে হবিগঞ্জ পৌরসভা চালু করেছে ওয়াটার ¯েপ্র ট্রাক। রবিবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ ট্রাক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। পৌরভবনের সম্মূখ হতে শুরু করে ট্রাকটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। ওয়াটার ¯েপ্র ট্রাক উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম প্রমুখ। মেয়র মিজানুর রহমান বলেন, ‘শুকনো মওসুমে রাস্তাঘাটে অধিক মাত্রায় ধুলোবালি জমে। ধুলোবালির কারণে শহরবাসীর ভোগান্তি লাঘবে পৌরসভার পক্ষ হতে ‘ওয়াটার ¯েপ্র ট্রাক’ চালু করা হয়েছে।’ এ ট্রাক চালুর ফলে ধুলোবালির কষ্ট হতে পৌরবাসী অনেকটা পরিত্রাণ পাবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন ‘ইতিমধ্যে পৌরসভার পক্ষ হতে শহরের বিভিন্ন রাস্তা ঝাড়– দেয়ারও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’