মাধবপুর সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার ছালেহাবাদ মহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসার সহ-সুপার মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা শফিউল আলম এনামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রকিবুল হাসান চৌধুরী, মাধবপুর থানার এসআই মোঃ জহির, এএসআই নিজাম উদ্দিন তালুকদার, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহেদ চৌধুরী, আব্দুর রশিদ মেম্বার, মোঃ আবুল কাশেম, মাওলানা জালাল উদ্দিন, বিদায়ী ছাত্র মোঃ আরিফুল ইসলাম।
বক্তাগণ বলেন, মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি সুনাগরিক হিসেবে জীবন গড়তে হবে। আর সুনাগরিক হিসেবে জীবন গড়তে হলে উত্তম চরিত্রের কোন বিকল্প নেই। পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হলে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে প্রচেষ্টা চালাতে হবে। মিলাদ শরীফ পাঠ করেন এতিমখানার সুপার মাওলানা সোলাইমান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা সংবাদদাতা কেএম শামছুল হক আল মামুন। মাদ্রাসার পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। পরে মাদ্রাসার অগ্রগতি, পরীক্ষার্থীদের সাফল্য, দেশের মঙ্গল ও কল্যাণ কামনা করে আল্লাহর নিকট মোনাজাত করা হয়।