স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে নীল রঙের টাটা পিকআপে করে গাঁজা পাচারকালে ভৈরবে র্যাবের হাতে মামা-ভাগিনাসহ ৩ জন ধরা পড়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং জানা যায় যে, ৩ জন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ হতে ব্লু রংয়ের টাটা পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি ভোররাত ৪টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুধন্তী বাজারস্থ নির্মল দাসের চায়ের দোকানের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকেন। সকাল ৭টায় ওই পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে পিকআপটি থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় পিকআপটি তল্লাশী করে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়, সেই সাথে পিকআপে থাকা ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব জানায়, গাঁজাগুলো অভিনব পদ্ধতিতে লুকানো ছিল। আটক ব্যক্তিরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পরমানন্দপুরের জহুর আলীর ছেলে মোঃ কবির আহম্মেদ (৩৩), বড়ইছড়ার আতিকুল ইসলামের ছেলে মোঃ আকাশ (১৫) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নাপ্তারচরের আজিজুল হকের ছেলে আব্দুল খালেক (৪২)। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা বলে জানায় র্যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com