নবীগঞ্জে বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের

ইউনিয়ন পরিষদের অফিস ও মোটর সাইকেল ভাংচুর ॥ বিক্ষুব্ধ জনতার এক ঘন্টা মহাসড়ক অবরোধ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের ধরে গতকাল রবিবার সন্ধ্যায় ৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে তার অফিসে অবরুদ্ধ করে একদল সিএনজি শ্রমিক তাকে মারধোর ও অফিস এবং মোটর সাইকেল ভাংচুর করেছে। এ সময় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।
সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে হিসাব নিকাশ ও স্ট্যান্ডের ম্যানেজারের দায়িত্ব নিয়ে বিরোধ চলে আসছিলো। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান অপরপক্ষে ছিলেন বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির সভাপতি রব্বান মিয়া ও সাধারণ সম্পাদক গেন্দুরাজ। গতকাল এর জের ধরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে ইউনিয়ন অফিসে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। এসময় ক্ষুব্ধ শ্রমিকরা অফিসের গ্লাস ও দরজা ভাংচুর করে। প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে গ্রামবাসী বাজার সঈদপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়। এ খবর লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, কেন শ্রমিকরা আমার অফিস ঘেরাও করে ভাংচুর করেছে সেটা আমি জানি না। আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, আমার অফিস ঘেরাও করে তারা অন্যায়ভাবে ভাংচুর করেছে। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির সভাপতি রব্বান মিয়া বলেন, বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে হিসাব নিকাশ ও স্ট্যান্ডের ম্যানেজারী নিয়ে বিরোধ চলে আসছিলো। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান। তার ইন্ধনের জন্য বিরোধ ও হিসাব নিকাশ শেষ হচ্ছে না, তাই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মেম্বারের সাথে তর্কবিতর্ক করেছে। তাকে শ্রমিকরা অবরুদ্ধ করেননি।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সরকারী অফিস ভাংচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।