নিজস্ব প্রতিনিধি ॥ যে শ্রমিকের শ্রমে-ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তাদের জীবনকে দারিদ্রের চক্রে আবদ্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ৯৫ শতাংশ মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হলে চা শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের বিকল্প নেই। তাই দেশের সামগ্রিক অর্থনীতি বিকাশের স্বার্থে মানবিক জীবন যাপনের প্রয়োজনে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৪শ’ টাকা নির্ধারণ সহ ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। রবিবার বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।
চা শ্রমিক নেতা প্রণব বাগতি’র সভাপতিত্বে এবং জেলা বাসদ সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান আলোচক ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব বুলবুল। বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সংগীতশিল্পী, অবসরপ্রাপ্ত শিক্ষক ভূপিকা রঞ্জন দাশ, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সুজনের জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট রনধীর দাশ, অ্যাডভোকেট জিলু মিয়া। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উদীচী জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, বিশিষ্ট সাহিত্যিক নাট্যকর্মী সিদ্দিকী হারুন, বাপা হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খা, প্রভাষক সরওয়ার পরাগ, বাসদ চুনারুঘাট উপজেলার আহবায়ক আব্দুল কদ্দুছ মজুমদার, সদস্য সচিব মজিবুর রহমান ফরিদ, মানতি কালিন্দী, কনকলতা রাজবংশী, মানিক দাস পাইনকা, বীরেন কালিন্দী, বিপব মাদ্রাজী পাশী, অ্যাডভোকেট আবুল হাসান, তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, ক্রীড়া সংগঠক হুমায়ুন খান, শ্রমিক নেতা হাজী অনু মিয়া, চৌধুরী মহিবুন্নুর ইমরান, শফিকুল ইসলাম, ডাঃ সুনীল রায়, রাহাত আহমেদ, মুরাদ চৌধুরী।
বৈঠকের শুরুতেই ৭ দফা দাবি সম্বলিত ধারণাপত্র উত্থাপন করেন চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার।
বক্তারা গোলটেবিল বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উত্থাপিত ৭ দফা দাবির সমর্থনে যৌক্তিকতা তুলে ধরেন এবং বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
হবিগঞ্জে চা শ্রমিক ফেডারেশনের বৈঠকে বক্তারা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com