নিপীড়িত অভিলাষ
রুনা আক্তার স্বপ্না
সুখের সাথে আমার আজন্মের শত্রুতা,
অনিচ্ছার কাছে করি রোজ আত্মসমর্পণ,
অনুভূতি শূন্য অন্তঃসার
নিরাকার ফ্রেমে বাধা অনন্ত জীবন।
অভিশপ্ত আত্মার বাহক আমি
বাহন দীর্ঘশ্বাসের সিঁড়ি,
চৌহদ্দিতে হতাশা নিরলস সতর্ক প্রহরী,
প্রায়শ্চিত্তের কাঠগড়ায় আমি এক ফেরারী।
নির্লিপ্ত চোঁখে নেই আর অশ্রুর দাগ,
অন্তরালের ধ্বংসস্তুপ দেখে কষ্টরা নির্বাক,
অনুভূতিগুলো ছাড়ে প্রান্তিক নিঃশ্বাস,
অবয়ব যেনো ভয়ার্ত হরিণ সাবক।
নিঃশব্দ আহাজারিতে সময়ের শিরচ্ছেদ হয়
সূর্যোদয় আর সূর্যাস্তে,
নিপীড়িত অভিলাষ বোধহীন অভিমানে
ডুব দেয় নিশ্চুপ একাকীত্বে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com