মোহাম্মদ শাহ্ আলম ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় এক রাতে দুই কৃষকের সাতটি গরু চুরি হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কলিমনগর (হামুয়া) গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক তাজুল ইসলাম ও নিথির দেবনাথ জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের গোয়ালঘরে দেশিয়জাতের গর্ভবতী গাভীটি নেই। পরে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্যরা গাভীর সন্ধান শুরু করেন। তার চুরি হওয়া দেশিয় জাতের গাভীসহ ৭টি গরুর বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন কৃষকদ্বয়।
গরুর মালিক তাজুল ইসলাম বলেন, তিনি রাতে খাওয়া দাওয়া শেষে সকালে ঘুম থেকে উঠেন দেখেন তার গোয়ালঘরে রক্ষিত দেশীয় দুধেল দুটি গাভীসহ ৫টি গরু নেই। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষক নিথির দেবনাথ জানান, তার দুইটি গাভী একই রাতে গোয়ালঘর থেকে চুরি হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com