বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র ২০১৯-২০২১ মেয়াদে দুই বছরের জন্য গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ১৬ নভেম্বর ঢাকাস্থ বাপা কার্যালয় অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে সভায় বিশিষ্ট মানবাধিকার কর্মী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে সভাপতি ও হবিগঞ্জের কৃতি সন্তান শরীফ জামিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হচ্ছেন নির্বাহী সহ-সভাপতি ডা: মো: আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম (বেন), অধ্যাপক খন্দকার বজলুল হক, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এম ফিরোজ আহমেদ, প্রকৌশলী তাকসীম এ খান, রাশেদা কে. চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, ড. আতিউর রহমান এবং অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। যুগ্ম সম্পাদক হচ্ছেন মিহির বিশ্বাস, মোহাম্মদ শাহজাহান মৃধা, অধ্যাপক মাহবুবা নাসরিন, স্থপতি ইকবাল হাবিব, মোঃ আলমগীর কবির, শারমিন মুরশিদ, হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, মারুফ রহমানসহ মোট ৫২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন বাপা হবিগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপা আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com