মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আশ্বাস প্রদানের প্রেক্ষিতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেছে জেআইসি স্যুট লিমিটেড গার্মেন্টস কর্তৃপক্ষ। এর ফলে মঙ্গলবার স্বাভাবিক কার্যক্রম চলে গার্মেন্টসে। গত সোমবার নবীগঞ্জ উপজেলায় জেআইসি স্যুট লিমিটেড গার্মেন্টস এর বকেয়া বেতন ভাতা ও সরকারী নীতিমালা অনুযায়ী মাসিক বেতন প্রদানের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। তখন প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী ও এলাকার গণ্যামন্য ব্যক্তিদের হস্তক্ষেপে শ্রমিকদের সাথে সমঝোতার মাধ্যমে মঙ্গলবার সকালে বেতন দেয়ার আশ্বাস দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। তবে শ্রমিকদের সাথে আলাপ করে মিশ্র বক্তব্য পাওয়া গেছে। কোন কোন শ্রমিক বলেছেন পুরো বেতন পেয়েছেন। আবার অনেকেই বলেছেন অর্ধেক বেতন পেয়েছেন।
এদিকে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর এলাকায় অবস্থিত জেআইসি স্যুট লিমিটেড গার্মেন্টস এর দুটি পোশাক কারখানা রয়েছে। উক্ত কারখানাগুলোতে হাজারেরও বেশি নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। এছাড়া অনেক শ্রমিককে ৩ থেকে ৪ হাজার টাকা করে মাসিক বেতন প্রদান করা হয় এবং তাদেরকে প্রতিদিন ৪-৫ ঘন্টা অতিরিক্ত কাজ করিয়ে কোনো অতিরিক্ত বেতন প্রদান করা হয় না বলেও অভিযোগ করেন শ্রমিকরা। গত দুই মাস যাবত শ্রমিকদের কোনো বেতন ভাতা প্রদান করা না হলে গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গার্মেন্টস এর শ্রমিকরা দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ, গোপলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গার্মেন্টস মালিক পক্ষের সাথে আলোচনায় বসেন। মঙ্গলবার সকালে আলোচনার মাধ্যমে ২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে জেআইসি স্যুট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। বর্তমানে কোন আন্দোলন নেই। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। এছাড়া শ্রমিকদের সরকারের নীতিমালা অনুযায়ী বেতন দেয়া হয় বলেও জানান এই ম্যানাজার।