স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীকে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করতে গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে হবিগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নেয়া, আলোড়ন সৃষ্টিকারী জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে বদলীর আদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কামরুল হাসানকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সূত্র জানায়, ময়মনসিংহের কৃতি সন্তান মোহাম্মদ কামরুল হাসান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালনের পূর্বে দীর্ঘদিন দুটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় অনার্স ও মাস্টার্স করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com