স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া হাওর বিলাসের সামনে নির্মাণাধীন দোকানঘরটি উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন দোকানঘরটি উচ্ছেদ করে। বানিয়াচং উপজেলা পরিষদ হাওর বিলাসসহ এর সংলগ্ন দোকান ঘরটি ২ বছরের জন্য ৩লাখ টাকা দিয়ে কাগাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে লীজ দেন। লীজ নেওয়ার পর ওই নেতা ও তার অনুসারীরা সোমবার সকালে হাওর বিলাস ঘেষে একটি দোকান ঘর বা স্থাপনা নির্মাণ কাজ শুরু করছিলেন। দোকানটি হাওর বিলাসকে ঢেকে ফেলায় এর সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছিল। এ দৃশ্য দেখে ওই দোকান উচ্ছেদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। এ প্রেক্ষিতে ১৫ জুলাই দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় আতুকুড়া হাওর বিলাসের সামনে নির্মাণ হচ্ছে দোকানঘর, পর্যটকদের বিরূপ প্রতিক্রিয়া শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদসহ ভ্রমণপিপাসুদের দাবির প্রেক্ষিতে বুধবার সকালে নির্মাণাধীন দোকানটি উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথী। একই সাথে হাওর বিলাসের লীজও বাতিল করা হয়। উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ রায়হান।
প্রসঙ্গত, হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য ২০২৩ সালে সুবিদপুর ইউনিয়ন পরিষদ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া হাওরে হাওর বিলাসটির নির্মাণ কাজ শুরু করেন। ২০২৪ সালের দিকে হাওর বিলাসের কাজ সম্পন্ন হয়। এতে সরকারের ২৪/২৫ লাখ টাকা ব্যয় হয়। কাজ শেষ হওয়ার পর ওই সড়কে যেসব পর্যটক আসা যাওয়া করেন হাওর বিলাসে প্রবেশ করে হাওরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন এবং সেখানের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলেন। শুধু পর্যটকরা নয়, যারাই এ সড়ক দিয়ে যান সময় পেলে তারাই হাওর বিলাসে প্রবেশ করেন। রাতে ভ্রমণপ্রেমীরা সেখানে গিয়ে অবসর সময় কাটান।