
শহিদ মামুনের নামে সড়ক নামকরণের দাবি
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমরা যারা সরকারী কর্মকর্তা ও কর্মচারী আছি আমরা যেন উপজেলায় আগত সেবা প্রার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ না করে যথাযথ সেবা দিতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। সভায় তেঘরিয়া গ্রামের শহিদ মামুন আহমেদ এর মা নিশামন বিবি তার বক্তৃতায় তেঘরিয়া হতে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়কটি শহিদ মামুন আহমেদ এর নামে নামকরণ করার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com