পর্যাপ্ত সুবিধা ও শিক্ষক থাকা সত্ত্বেও কাক্সিক্ষত ফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক ॥ ভিসি জহিরুল
স্টাফ রিপোর্টার ॥ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা থেকে যারা কাক্সিক্ষত ফলাফল করতে পারেনি তার কারণ আগে চিহ্নিত করা প্রয়োজন। আগামীতে যাতে তারা ভালো করে তার উপর গুরত্ব দিতে হবে। এতে শিক্ষার্থী ঝরে পড়া থেকে রক্ষা পাবে, তারা মানব সম্পদে পরিণত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। অচিরেই কাক্সিক্ষত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের নিয়ে বসতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফল অর্জনে প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে সেশন আয়োজন করা যেতে পারে। শহরের প্রাণকেন্দ্রে সকল সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত শিক্ষক থাকা সত্বেও কাক্সিক্ষত ফলাফল অর্জনে ব্যর্থতা মানা যায় না।
হবিগঞ্জ শহরে শতবর্ষের ঐতিহ্যে লালিত শিক্ষা প্রতিষ্ঠান জে কে এন্ড এইচ কে হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যেসকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বা কাক্সিক্ষত ফলাফল করতে পারেননি তাদের আশাভঙ্গের কারণসমূহ চিহ্নিত করে এ থেকে উত্তোরনের উপায় ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কীভাবে আরো ভালো ফলাফল করা যায় সে লক্ষ্যে গত ১৪ জুলাই সোমবার বিকেল ৪টায় এক মতবিনিময় সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এসব কথা বলেন।
শিক্ষক মিলনায়তনে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর সভাপতিত্বে ও প্রাক্তন পৌর কাউন্সিলর মোঃ সফিকুর রহমান সিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. আবুল হাসান, সিনিয়র শেখ কামাল উদ্দিন, শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের সর্দার ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মোঃ শহিদুর রহমান লাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম, এম জি মোহিত, মানবাধিকার কর্মী ও প্রাক্তন শিক্ষার্থী জি কে মওলা, আমজাদ হোসেন চৌধুরী রাসেদ, মোতাহের হোসেন সোহেল, মোঃ মাসুদ মিয়া, মোঃ নূরুল হক কবির, মোঃ মোঃ কুতুবুল আলম, শেখ ওসমান গণি রুমী, যাইদুর রহমান সৌরভ, শিরিন আক্তার সোনিয়া, আরিফুল ইসলাম রিফাত, তাওকীর রহমান, তামিম আহমেদ, অনিক আহমেদ, মোঃ লিটন আহমেদ, রেজায়ে রাব্বী ভূইয়া, মোঃ সামি, আরাফাত মাহমুদ রাহী, প্রমূখ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরো বলেন, শিক্ষকদের মধ্যে কোনো অন্তঃকোন্দল থাকলে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষকদের মধ্যে দলাদলি একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে যথেষ্ঠ। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে চাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com