
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাইওয়ে পুলিশ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। এতে ওই এলাকার প্রায় ৫০টি পরিবারের চলাচলে দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশ বক্সটি অন্যত্র স্থাপনের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদন সূত্রে জানা যায়, তাদের পূর্বপুরুষরা এই ভূমির মালিক ছিলেন এবং বিগত প্রায় ৫০ বছর ধরে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। পরবর্তীতে মহাসড়ক নির্মাণের সময় বাড়ির সামনের অংশ সড়ক অধিগ্রহণের আওতায় পড়ে। এরপর থেকেই মহাসড়ক লাগোয়া একটি প্রবেশ পথ স্থানীয়দের চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
২০২১ সালে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে উক্ত রাস্তাটিকে বাণিজ্যিক প্রবেশ পথ হিসেবে অনুমোদনের জন্য লিখিত আবেদনও করেন তারা, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু গত মঙ্গলবার হাইওয়ে পুলিশ ওই রাস্তা বরাবর একটি পুলিশ বক্স স্থাপনের কাজ শুরু করেছে। এতে স্থানীয়দের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি হবে বলে জানান তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদনকারী শহিদ মিয়া জানান, ‘আমাদের পরিবারসহ প্রায় ৫০টি পরিবার এই প্রবেশ পথ দিয়েই দৈনন্দিন চলাফেরা করি। এখানে হাইওয়ে পুলিশের স্থাপনা হলে আমরা চরম ভোগান্তিতে পড়ব।’
তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই উক্ত স্থাপনাটি যেন বিকল্প স্থানে সরিয়ে নেওয়া হয় এবং আমাদের প্রবেশ পথটি আগের মতোই উন্মুক্ত রাখা হয়।’