স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ফাহিম চৌধুরী বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও রওশন-এরশাদ গ্রুপের প্রেসিডিয়াম সদস্য শংকর পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও অ্যাডভোকেট প্রবাল মোদকসহ ১২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ থেকে ৪শ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে এ বিষয়ে সদর থানায় আর কোনো মামলা হয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।