চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে গত ৩ মাসে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, চা পাতাসহ বিশ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া ২ অনুপ্রবেশকারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী গত ৩ মাসে বাল্লা, গুইবিল, চিমটিবিল ও সাতছড়ি বিওপির অভিযানে ১০ লাখ ৫৪ হাজার ২শ’ টাকার চা পাতা, ৫ লাখ ৯১ হাজার টাকার মাদক, ১ লাখ ১৫ হাজার টাকার গাঁজা, ৪৯ হাজার ৮শ’ টাকার ইয়াবা, ১ লাখ ২ হাজার টাকার ফেনসিডিল, ১ লাখ টাকার ইজিবাইক ও ১২ হাজার টাকার মটরসহ ২০ লাখ ২৪ হাজার টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ২ অনুপ্রবেশকারীসহ ৫ চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি। ১৬ সেপ্টেম্বর স্থানীয় গণমাধ্যমে ‘চুনারুঘাট সীমান্তে বানের জলের মত ভারতীয় নি¤œœমানের চা পাতা আসছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) বলেন, বিজিবি সীমান্তের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, প্রতিপক্ষের সাথে সুসম্পর্ক, সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা, নারী-শিশু পাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সভা ইত্যাদি করে আসছে। সীমান্তের সকল দায়দায়িত্ব পালনে তারা সবসময় সোচ্চার। যে কোনো চোরাকারবারি রোধে তারা বদ্ধপরিকর। তিনি ভালোভাবে যাচাই বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com