চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অপহরণের ১২ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান অপহৃতা মাদ্রাসাছাত্রীকে (১৫) উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা সফিক মিয়া ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অপহৃতা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে। তবে অপহৃতাকে উদ্ধার করা গেলেও অপহরণকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ। অপহৃতা চুনারুঘাট উপজেলার পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com