স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাচীন বিদ্যাপীঠ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝার জন্য এটি একটি ভাল উদ্যোগ।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন জানান, স্কুলের বড় একটি কক্ষে এই কর্ণার করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের ছবি ছাড়াও বিভিন্ন সংগ্রহ রাখা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য স্মৃতি, ছবি ও স্মারক রাখা হয়েছে এখানে। পাশাপাশি এখানে মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন বই সংগ্রহ করা হয়েছে। ছাত্ররা যাতে এই বই এখানে বসেই পড়তে পারে তারও ব্যবস্থা রাখা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com