স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় সৎ মায়ের দা’র কুপে পলাশ মিয়া (১৮) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিক মৃত্যুপথযাত্রী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সুরুক মিয়ার পুত্র।
সূত্র জানায়, পলাশের মা ২ বছর আগে মারা যান। কালিকাপুর গ্রামের পলাশের পিতা বৃদ্ধ সুরুক মিয়া একই এলাকার আব্দুল হাইয়ের কন্যা মৌসুমী আক্তারের (৩০) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মৌসুমীকে সুরুক মিয়া বিয়ে করতে চাইলে পলাশ ও তার ভাই বোন বাঁধা হয়ে দাঁড়ায়। কিন্তু এ বাঁধা উপেক্ষা করে মৌসুমী টাকার লোভে ১ বছর আগে কোর্টে এফিডেভিট করে সুরুক মিয়াকে বিয়ে করে। বিয়ের পর মৌসুমী তাদের বাড়িতে চলে আসে। ৭০ বছর বয়সী স্বামীর সাথে সংসার করার পাশাপাশি পাশের বাড়ির আলকাছ আলীর (২৫) সাথে মৌসুমী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায়ই তাদের মধ্যে দেখা সাক্ষাত হতো। পলাশ এতে বাঁধা দিলে সৎ মা তার পরকিয়া প্রেমিককে নিয়ে পলাশকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com