স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের বিরূপ এবং কটুক্তিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। গতকাল জেলা আওয়ামী লীগ সভাপতি এবং টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তিমূলক তথ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও কটুক্তিমূলক বক্তব্য এবং রাষ্ট্র সম্পর্কে অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধাচারণ করেছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে তার এমন বিরূপ ও কটুক্তিমূলক বক্তব্য সকলের মনে আঘাত দিয়েছে। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তার দৃষ্টান্তমূক শাস্তি নিশ্চিতের অহবান জানাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com