স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামে রাহেলা আক্তার (৩৫) নামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, চলাচলের রাস্তা নিয়ে ফতেহপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী রাহেলার সাথে একই গ্রামের ইমন মিয়া গংদের বিরোধ চলে আসছে। রাহেলার অভিযোগ, ওই বিরোধের জের ধরে গতকাল তার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com