স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সূত্র জানায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ এলাকার মেসার্স শামছু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী শহরের নাতিরাবাদ এলাকার বাসিন্দা আব্দুল ওয়াদুদের সাথে একই এলাকার নোমান আহমেদ গংদের বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৭০ হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে বাসার দিকে রওয়ানা দেন। তিনি নাতিরাবাদ রাস্তার মুখে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা নোমান আহমেদসহ তার ১০/১২ জন সহযোগী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে ব্যবসায়ী ওয়াদুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে নোমান ও তার লোকজন পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com