চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চল আজ হুমকির মুখে। কারণ এ বন থেকে চোরেরা সুযোগ বুঝে গাছ কেটে নিচ্ছে। এর ফলে একদিকে যেমন উজাড় হচ্ছে বন, অন্যদিকে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। চুনারুঘাট বন বিভাগ গাছ রক্ষায় সজাগ থাকলেও সুযোগ বুঝে পাচারকারীরা বনের মূল্যবান গাছ কেটে পাচার করছে। এদিকে শুক্রবার গভীর রাতে বনবিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের গাছ ব্যবসায়ী মশিউর রহমান চৌধুরী ফয়সলের বাড়ির পুকুর থেকে বিপুল পরিমাণ চোরাই সেগুন গোল কাঠ উদ্ধার করে বনবিভাগ। এ অভিযানে ৮৬ টুকরা গোল সেগুন কাঠে প্রায় ১৯১.৪৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। উদ্ধারকৃত কাঠগুলো শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে রাখা হয়েছে। কাঠ উদ্ধার হলেও চোরাকারবারিরা ধরা ছোঁয়ার বাইরে। উদ্ধারকৃত চোরাই সেগুন কাঠগুলো চুনারুঘাটের পূর্ব পশ্চিম সংরক্ষিত বনাঞ্চলের বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে নানামুখী সমালোচনার ঝড় বইছে। এদিকে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধারের ৩ দিনেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হয়নি কোন মামলা। তবে চুনারুঘাট বনবিভাগের টহল অফিসে যোগাযোগ করা হলে দায়িত্বরত অফিসার বলেন, এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com